• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সম্পর্কে ঝামেলা দূরে রেখে মজবুত করবেন যে উপায় মেনে

প্রকাশিত: ২০:৩৫, ২৬ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৭:৫৫, ২৭ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
সম্পর্কে ঝামেলা দূরে রেখে মজবুত করবেন যে উপায় মেনে

প্রত্যেক সম্পর্কেই টুকটাক ঝামেলা থাকেই। এক ছাদের নিচে বাস করলে তো কথাই নেই। তবে, মূল সমস্য হলো ঝামেলা থেকে সূত্রপাত হয় দুশ্চিন্তার। কখনও তা এতটাই বেড়ে যায় যে, সম্পর্কে মিষ্টতা হারিয়ে যায়। তখন সম্পর্ক টিকিয়ে রাখাই কষ্টকর হয়ে ওঠে। আর তাই আজকের বিষয় হলো সম্পর্কে ঝামেলা দূরে রেখে মজবুত করবেন যে উপায় মেনে। রইলো টিপস।

১. বন্ধুত্ব মজবুত করুন: প্রিয়জন যেন ভালো বন্ধু হয়। কারণ, সবাই বন্ধুত্বের সম্পর্ক পছন্দ করে। সঙ্গী যদি আপনার খুব ভালো বন্ধু হয়, তা হলে প্রেম আরও গাঢ় হয়। সেখানে আপনি কোনও কিছু না ভেবেচিন্তেই অনেক কিছু শেয়ার করতে পারেন। আর সম্পর্কে যা-ই সমস্যা আসুক না কেন, সে সবসময় আপনার পাশে থাকবে। 

২. বিশ্বাস রাখুন: সম্পর্কে বিশ্বাস, সততা বজায় রাখা দরকার। কথা দিয়ে তা রাখা ভীষণ জরুরি। দু’জনের মধ্যে যদি সন্দেহ ঢুকে পড়ে, তা হলে সম্পর্ক আর ভালো থাকে না। সেখানে দুশ্চিন্তা বাড়ে। সম্পর্কে ফাটল দেখা দেয়। ফলে সেই সম্পর্ক দ্রুত ভেঙে যায়। এমন পরিস্থিতি এড়াতে একে-অন্যের উপর বিশ্বাস, ভরসা রাখুন। সম্পর্কে সৎ থাকুন।

৩. পাশে থাকুন: হয়তো আপনি প্রিয়জনের সব সমস্যার সমাধান করতে পারবেন না। কিন্তু, তার কথা শুনতে পারবেন। সে যে পদক্ষেপ নেবে, তাকে সাপোর্ট করতে পারবেন। সবসময় তার পাশে থাকতে পারবেন। এই কাজটাই করতে হবে। যেমন পরিস্থিতি আসুক, পার্টনারের সাপোর্ট যদি আপনার সঙ্গে থাকে, তা হলে ভয় থাকে না কিছুরই। 

৪. যৌনতাও জরুরি: রোম্যান্টিক সম্পর্কে যৌনতা থাকাটা খুব স্বাভাবিক। বরং, যৌনতা আপনার সম্পর্ককে আরও মজবুত ও সুন্দর করে তুলবে।  যৌন চাহিদা, শারিরীক সম্পর্ক একে-অন্যের প্রতি আকর্ষণ বাড়িয়ে তোলে। তাই চেষ্টা করুন ব্যস্ত জীবনযাপন থেকে বেরিয়ে নিজেদের জন্য সময় বের করে নেওয়ার। এতে সম্পর্কে তৈরি হওয়া জটিলতাকে প্রথমেই রুখে দিতে পারবেন।

৫. নিয়মিত যোগাযোগ রাখুন: ‘কমিউনিকেশন ইজ দ্য কি’—দু’জনের মধ্যে ঠিকমতো যোগাযোগ না থাকলে সম্পর্কে জটিলতা বাড়বেই। তাই নিজের মধ্যে কথাবার্তা ঠিক রাখুন। এতে ঝগড়া-ঝামেলা, অশান্তি এড়াতে পারবেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2