• NEWS PORTAL

  • শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

থাইরয়েড ক্যান্সার নিঃশব্দে বাড়ছে না তো? ৫ লক্ষণে সতর্ক হোন

প্রকাশিত: ১২:২৮, ২৮ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
থাইরয়েড ক্যান্সার নিঃশব্দে বাড়ছে না তো? ৫ লক্ষণে সতর্ক হোন

থাইরয়েড ক্যানসার শুরুতে খুব নিঃশব্দে বাড়তে পারে, তাই অনেক সময় লক্ষণগুলো হালকা থাকে। তবে কিছু গুরুত্বপূর্ণ সংকেত আছে যেগুলো দেখা দিলে দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে।

থাইরয়েড ক্যানসারের ৫টি সাধারণ লক্ষণ

১. গলায় গুটি বা স্ফীতি: গলার সামনে (থাইরয়েডের কাছে) শক্ত বা বাড়তে থাকা গুটি দেখা দেয়। চাপ দিলে নড়াচড়া কম হতে পারে।

২. কণ্ঠ ভেঙে যাওয়া বা ভয়েস পরিবর্তন: স্বর ভাঙা, কর্কশ হওয়া বা দীর্ঘদিন কণ্ঠ দুর্বল থাকা। কোন সর্দি–কাশি ছাড়া ২ সপ্তাহের বেশি ভয়েস সমস্যায় ভুগলে গুরুত্ব দিতে হবে।
৩. গিলতে সমস্যা: খাবার বা পানি গিলতে কষ্ট হওয়া। মনে হওয়া গলায় কিছু আটকে আছে।

৪.  শ্বাস নিতে কষ্ট: থাইরয়েড গ্ল্যান্ড বড় হয়ে শ্বাসনালি চাপলে শ্বাসকষ্ট বা শোঁ শোঁ শব্দ হতে পারে।

৫. গলার বা কানের দিকে ব্যথা ছড়ানো: গলার ব্যথা দীর্ঘদিন স্থায়ী হওয়া বা কানের দিকে ছড়িয়ে যাওয়া ব্যথা।

কখন চিকিৎসকের কাছে যাবেন- 
১. উপরের যেকোনো লক্ষণ ২–৩ সপ্তাহের বেশি থাকলে

২. গুটি দ্রুত বড় হলে

৩. পরিবারে থাইরয়েড ক্যানসারের ইতিহাস থাকলে

৪. গলায় চাপ অনুভূত হলে
 

বিভি/টিটি

মন্তব্য করুন: