• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঘুম থেকে উঠে কাঁচা হলুদ খেলেই মিলবে উজ্জ্বল ত্বক

প্রকাশিত: ২০:২৮, ২ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
ঘুম থেকে উঠে কাঁচা হলুদ খেলেই মিলবে উজ্জ্বল ত্বক

কাঁচা হলুদ

বাজারের হাজার একটা প্রোডাক্ট ব্যবহার করেও স্কিনের ন্যাচারাল উজ্জ্বলতা ফিরিয়ে আনা যায় না। কিন্তু যদি বারোমাস ত্বকের লাবণ্য ধরে রাখতে চান, তাহলে অবশ্যই ব্যবহার করুন কাঁচা হলুদ। দুটি টিপস আজ রইলো আপনাদের জন। নিয়মিত ব্যবহারে ভালো ফল পাবেন।

তবে সতর্কতা যে- কাঁচা হলুদে অ্যালারজি থাকলে এটি ব্যবহার করবেন না।

প্রথম টিপস: রোজ সকালে ঘুম থেকে উঠে, মুখ ধুয়ে একটি কাঁচা হলুদ গুঁড়ের সাথে খান। চাইলে শুধু কাঁচা হলুদও খেতে পারেন। এটি আপনার শরীরের রোগ জীবাণু দূর করার সাথে সাথে, স্কিনকে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করবে। যা কোন ক্রিম করে উঠতে পারবে না।

দ্বিতীয় টিপস: কাঁচা হলুদের ফেসিয়াল করুন রোজ বা সপ্তাহে তিনদিন। কাঁচা হলুদ ও নিমপাতা একসাথে পেস্ট করে রোজ স্নানের একঘণ্টা আগে মাখুন। মুখে ও চাইলে সারা গায়ে এই প্যাকটি মাখতে পারেন। এই প্যাকটি স্কিনের ময়লা দূর করে সহজেই। আর স্কিনকে গ্লো করে নিমেষে। নিয়মিত একমাস এটি ব্যবহার করুন আর পান প্রাকৃতিক সৌন্দর্য্য। সূত্র: গ্ল্যামোজেন

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2