ভাড়াটে খুনি দিয়ে স্ত্রী-সন্তানকে হত্যা; ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হলো লাশ
ভাড়াটে খুনি দিয়ে স্ত্রী-সন্তানকে হত্যা করে তা সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেয়ার ঘটনায় পঞ্চগড়ে দাফনের ৪২ দিন পর ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে এক শিশুর লাশ।
দুপুরে পঞ্চগড় সদর উপজেলা বামনপাড়া এলাকা থেকে সহকারী কমিশনার ডব্লিউ এম রায়হান শাহের উপস্থিতিতে লাশটি তোলে পুলিশ। তবে একইসাথে খুন হওয়া শিশুটির মা জয়ন্তী রানীর মরদেহ পুড়ে ফেলায় তা করা সম্ভব হয়নি।
গত ২৩ জানুয়ারি রাতে পঞ্চগড়ের অমরখানা এলাকায় একটি মোটরসাইকেলসহ জয়ন্তী রানী ও তার শিশুপুত্র নারায়নের মৃতদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা। সামান্য দুরে জয়ন্তীর স্বামী শীতেন্দ্র নাথকেও পড়ে থাকা অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী। তারা শীতেন্দ্র নাথকে আহত ভেবে হাসপাতালে ভর্তি করে। পরে শীতেন্দ্র নাথের আচরনে সন্দেহ হলে জয়ন্তী রানীর পরিবার তাকেসহ চারজনকে আসামি করে হত্যা মামলা করে।
মন্তব্য করুন: