• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে পাঁচ হাজার ৬১৬ কোটি টাকার প্রকল্প

প্রকাশিত: ০৪:৫১, ১০ আগস্ট ২০১৭

আপডেট: ০৪:৫১, ১০ আগস্ট ২০১৭

ফন্ট সাইজ
চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে পাঁচ হাজার ৬১৬ কোটি টাকার প্রকল্প

চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে পাঁচ হাজার ৬১৬ কোটি টাকার একটি প্রকল্পসহ প্রায় ৯ হাজার ৭৬১ কোটি টাকার ১১টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক। প্রকল্পটি বাস্তবায়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়, গণপূর্ত মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনকে সমন্বয় করে কাজের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এসব প্রকল্পের জন্য আট হাজার ২৬৭ কোটি টাকা যোগান আসবে সরকারি তহবিল থেকে। আর বাকিগুলো সংস্থার নিজস্ব তহবিল ও প্রকল্প সাহায্য সহায়তা থেকে নেয়া হবে। এছাড়াও মহেশখালী পাওয়ার হাব এর ভূমি অধিগ্রহণের জন্য এক হাজার ৩২৪ কোটি টাকা, এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জব খাতে ৯৪১ কোটি টাকা, পল্লী জীবিকায়ন প্রকল্পের দ্বিতীয় ধাপে ৫৬৯ কোটি টাকা, ফেরি ও পল্টুন নির্মাণ এবং পুনর্বাসনে ৩৯৯ কোটি, জামালপুর জেলায় যমুনা নদীর বাম তীর রক্ষা প্রকল্পে ৩৮৪ কোটি ও ভুয়াপুর-তারাকান্দি সড়ক রক্ষায় ২০৩ কোটি টাকাসহ আরো দশটি প্রকল্প অনুমোদন দেয়া হয় বৈঠকে।

মন্তব্য করুন: