• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

গ্যাসের সিলিন্ডারের দাম অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে: জ্বালানি উপদেষ্টা

প্রকাশিত: ০৯:২৬, ৭ জানুয়ারি ২০২৬

আপডেট: ০৯:২৬, ৭ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
গ্যাসের সিলিন্ডারের দাম অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে: জ্বালানি উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিয়ে শুরুটা করেছে ভারত। বাংলাদেশ শুধু তার প্রতিক্রিয়া জানিয়েছে। এ ঘটনার প্রতিবাদ এমনই হওয়া উচিৎ। জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানের আশা, এ ঘটনায় ভারতের শুভবুদ্ধির উদয় হবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে ব্রিফিং এসব কথা বলেন তারা।

জ্বালানি উপদেষ্টা জানান, দেশে জ্বালানির কোন সংকট নেই। এরপরও কারসাজির মাধ্যমে গ্যাসের সিলিন্ডারের দাম অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে। পাইকারি ও খুচরা বিক্রেতারা এই সিন্ডিকেট করেছে বলে মনে করেন তিনি। তবে, যারা অযৌক্তিকভাবে বেশি দরে সিলিন্ডার বিক্রি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভোক্তা অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

অর্থ উপদেষ্টা জানান, মূল্যস্ফীতি বৃদ্ধির বিষয়টি স্বীকার করে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

আইপিএল এর সম্প্রচার বন্ধ প্রসঙ্গে দুই উপদেষ্টাই বলেন, এ ইস্যুতে ভারত যা করেছে তার প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2