‘নির্বাচন নিয়ে যারা সন্দেহ ছড়াচ্ছে তাদের ওপর নজরদারি করা হচ্ছে’
নির্বাচনের বিষয়ে যারা এখনও সন্দেহ-সংশয় ছড়াচ্ছে, তাদের ওপর নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ফরেন সার্ভিসেস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও জানান, পোস্টাল ব্যালটের মাধ্যমে নিবন্ধন সোমবার শেষ হয়েছে। এতে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন নিবন্ধন করেছেন। এরমধ্যে সাত লাখ ৪১ হাজার দেশের ভিতরে।
বিষয়টিকে ঐতিহাসিক বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস। নির্বাচন ও গণভোটের প্রচারণার জন্য ভোটের গাড়ি অভূতপূর্ব সাড়া পেয়েছে। বর্তমানে ১০ টি গাড়ি অংশ নিলেও তা বাড়িয়ে ৩০ টি করা হয়েছে। দ্বিতীয় ধাপে প্রচারণা ৯ জানুয়ারি শুরু হয়ে চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
শফিকুল আলম জানান, দেশের ইতিহাস সবচেয়ে বড় তিনটি ইভেন্ট ওসমান হাদির জানাজা, তারেক রহমানের দেশে আসা এবং বেগম খালেদা জিয়ার জানাজা। এর মাধ্যমে আইন-শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়ে সরকারের আত্মবিশ্বাস বেড়েছে। যশোরে রানা প্রতাপ বৈরাগী চরমপন্থী রাজনীতির অভ্যন্তরীণ শিকার। এটাকে সাংবাদিক ও ধর্মীয়ভাবে প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন প্রেস সচিব।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: