হজ্ব ফ্লাইট বাতিল হওয়ার জন্য এজেন্সিগুলোকে দায়ী করলেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্মমন্ত্রী মতিউর রহমান।
ঐ এজেন্সিদের বিরুদ্ধে শিগগিরি কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে মন্ত্রীরা বলেন, হজে যেতে ইচ্ছুক সবাইকেই সৌদি আরব নেয়া হবে। ভিসা জটিলতার কারণে এ পর্যন্ত ২৫ টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যটন মেলার উদ্বোধনী শেষে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন জানান, ফ্লাইট বাতিল হওয়া হজযাত্রীদের বিকল্প ব্যবস্থায় সৌদি আরব নেয়ার চেষ্টা করা হচ্ছে। এজেন্সীগুলো হজ যাত্রী না দেয়ায় ফ্লাইট বাতিল করা হচ্ছে বলে জানান তিনি। এদিকে, অন্য আরেকটি অনুষ্ঠানে ধর্মমন্ত্রী মতিউর রহমান জানিয়েছেন, এ পর্যন্ত ৫৪ হাজার দুই শ ১৬ জনকে সৌদি পাঠানো হয়েছে, বাকীদেরও পর্যায়ক্রমে পাঠানো হবে। তিনি আরো জানান, ৯৯ হাজার চার 'শ ৪৫ জনের ভিসা হয়েছে। এখন থেকে নিয়মিত ফ্লাইট হবে আশ্বাস দিয়ে তিনি বলেন, সবাইকে সৌদি আরব না নেয়া পর্যন্ত হজে যাবেন না তিনি।
মন্তব্য করুন: