• NEWS PORTAL

  • শনিবার, ০৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মানবতার আরেক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বেগম খালেদা জিয়া

প্রকাশিত: ১৮:৪৫, ২ মে ২০২৫

আপডেট: ১৮:৫৯, ২ মে ২০২৫

ফন্ট সাইজ
মানবতার আরেক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বেগম খালেদা জিয়া

ছবি: বেগম খালেদা জিয়া

মানবতার আরেক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। দীর্ঘ চিকিৎসা শেষে আগামী সোমবার (৫ মে) দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি রেগুলার বিমানে চড়ে দেশে তার দেশে ফেরার কথা। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি লন্ডন থেকে ছেড়ে সিলেট হয়ে ঢাকায় আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিমান কর্তৃপক্ষ তথা বাংলাদেশ সরকার অসুস্থ বেগম খালেদা জিয়ার শারীরিক বিষয়টি বিবেচনায় রেখে বিমানের লন্ডন-সিলেট-ঢাকার পরিবর্তে লন্ডন-ঢাকা-সিলেট করার প্রস্তাব দেয়। বিএনপি চেয়ারপার্সনের কাছে প্রস্তাবটি পৌঁছালে তিনি বিমানটিতে অন্যান্য সহযাত্রীদের কষ্টের কথা বিবেচনা করে তা নাকচ করে দেন। 

উল্লেখ্য, আগামী ৪ মে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়াকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি উড্ডয়নের কথা রয়েছে। 
 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2