বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে ক্ষমতায় টিকে থাকতে ব্যস্ত সরকার- মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে ক্ষমতায় টিকে থাকতে ব্যস্ত সরকার। অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কমিশনকেই উদ্যোগ নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে, স্থায়ি কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ষোড়শ সংশোধনীর রায় পরিবর্তনে সরকার যেভাবে উঠেপড়ে লেগেছে তার পরিণতি হবে ভয়াবহ।
জাতীয়তাবাদী যুবদলের সপ্তাহব্যাপী ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, বানভাসিদের পাশে নেই ক্ষমতাসীনরা।
আরেক আলোচনায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বিচার বিভাগসহ রাষ্ট্রের মূল স্তম্ভে হাত দিয়ে রাষ্ট্রকেই ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ। এদিকে, দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জাতির কাছে ক্ষমা চাইতে হবে তার অনৈতিক বক্তব্যের জন্য।
মন্তব্য করুন: