উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও কিছুটা উন্নতি
প্রধান নদ-নদীগুলোর পানি ধীরে ধীরে কমতে থাকায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও কিছুটা উন্নতি হয়েছে। তবে পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। নাটোরে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। দুই সেন্টিমিটার কমার পরও আত্রাই নদীর পানি সিংড়া পয়েন্টে বিপদ সীমার ৯৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বানভাসিদের আশ্রয় কেন্দ্রেও বন্যার পানি রয়েছে। বিপাকে সেখানে আশ্রিতরা। তবে নতুন করে আর কোন গ্রাম প্লাবিত হয়নি। পানি কমতে শুরু করলেও এখনো বাড়িতে ফেরার মতো অবস্থা হয়নি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বানভাসীদের জন্য আরও ছ'টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।
এদিকে, নলডাঙ্গা উপজেলার বারনই নদীর পানি অপরিবর্তিত রয়েছে। এখনো পানিবন্দী চারটি ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ। কুড়িগ্রামে বন্যার প্রবল স্রোতে ঘর-বাড়ি ভেসে যাওয়ায় চরম দুর্ভোগে দিন কাটছে নদ-নদী তীরবর্তী বন্যা দুর্গত মানুষের। বন্যার পানি নেমে গেলেও মাথা গোজার ঠাঁই হারিয়ে এখন দিশেহারা এলাকার মানুষ।
এদিকে, বানভাসি হয়ে বাবা-মায়ের সাথে সরকারি রাস্তায় ঠাঁই হয়েছে লালমনিরহাটের ছোট ছোট ছেলেমেয়েদেরও। বইপত্র ভেসে গেছে বানের পানিতে, ফলে স্কুলে যেতে পারছে না তারা। আর ঘরবাড়ি বানের পানিতে ভেসে গিয়ে বিধ্বস্ত ভিটায় ফিরতে না পেরে তাদের জীবন-যাপনও দূর্বিসহ হয়ে উঠেছে।
মন্তব্য করুন: