আজ রাতে ঘোষণা করা হবে উয়েফা বর্ষসেরা ফুটবলারের নাম
আজ রাতে ঘোষণা করা হবে উয়েফা বর্ষসেরা ফুটবলারের নাম। তিন জনের লড়াইয়ে গতবারের বর্ষসেরা ক্রিশ্চিয়ানো রোনালদোর দুই প্রতিদ্বন্দী লিওনেল মেসি ও জিয়ানলুইজি বুফন। মোনাকোয় আজ চ্যাম্পিয়ন্স লিগের ড্র’র অনুষ্ঠানেই দেয়া হবে বর্ষসেরার ট্রফি। রোনালদো গত মৌসুমটা দারুণ কাটিয়ে এই ট্রফির বড় দাবিদার।
রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয়ে বড় অবদান ছিল পর্তুগিজ অধিনায়কের। অবদান ছিল, স্প্যানিশ ক্লাবটির উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জয়েও। এ মৌসুমের শুরুতে রিয়ালের উয়েফা ও স্প্যানিশ সুপার কাপ জয়েও ভূমিকা রেখেছেন তিনি। লা লিগায় সবচেয়ে বেশি গোল করে মেসি দাঁড়িয়ে রোনালদোর পরে।
বার্সেলোনার হয়ে আর্জেন্টাইন অধিনায়ক জিততে পেরেছেন একটাই ট্রফি, স্প্যানিশ কোপা দেল রে। জুভেন্টাসের গোলপোস্ট আগলে আলো ছড়িয়েছেন বুফনও। ইতালির ক্লাবটিকে টানা তৃতীয়বার ঘরোয়া ডাবল সিরি-আ লিগ ও কোপা ইতালিয়া জেতাতে বড় অবদান রাখা এই গোলকিপার চ্যাম্পিয়ন্স লিগেও ভূমিকা রাখেন দলের ফাইনাল খেলতে।
মন্তব্য করুন: