৩ মাস পেছাতে পারে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা
জাতীয় সংসদ নির্বাচন, পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটির কারণে এবারের এসএসসি ও সমমান পরীক্ষা অন্তত তিন মাস পিছিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণত ফেব্রুয়ারি মাসে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। তবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের পরপরই শুরু হবে পবিত্র রমজান মাস। রোজা ও ঈদুল ফিতরের ছুটির সময়ে পাবলিক পরীক্ষা নেওয়া বাস্তবসম্মত নয়। ফলে চলতি বছর ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়ার সুযোগ নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রবিবার (২১ ডিসেম্বর) রাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে বলেন, পরীক্ষাটা কবে নেওয়া হবে, সেটা নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে দৃশ্যত ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়ার সুযোগ নেই। এটা আপনারাও বুঝতে পারছেন, সবাই বুঝবেন নিশ্চয়ই। এখন পরীক্ষাটা কবে হবে, সেটা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।
তিনি আরও বলেন, এবারই যে প্রথম দেরিতে এসএসসি পরীক্ষা শুরু করা হচ্ছে, তা নয়। বিশেষ কারণে বিভিন্ন সময় এর আগেও দেরিতে পরীক্ষা নেওয়া হয়েছে।
উদাহরণ হিসেবে তিনি করোনাভাইরাস পরিস্থিতির কথা তুলে ধরেন। সে সময় পরীক্ষার শিডিউলে বড় ধরনের পরিবর্তন এসেছিল। সেই ধাক্কা কাটিয়ে ওঠার পর এবার নির্বাচনের কারণে আবারও সময়সূচিতে ছেদ পড়ছে বলে জানান তিনি। বিশেষ পরিস্থিতিতে এমনটা হতেই পারে, এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলেও মন্তব্য করেন পরীক্ষা নিয়ন্ত্রক।
এস এম কামাল উদ্দিন হায়দার জানান, চলতি সপ্তাহ অথবা আগামী সপ্তাহের মধ্যেই এ বিষয়ে বৈঠক হতে পারে। বৈঠকে সময়সূচি চূড়ান্ত করা হবে।
তিনি বলেন, ঈদুল ফিতর মার্চের তৃতীয় সপ্তাহে। ছুটি শেষে এপ্রিলের শুরুর দিকে পরীক্ষার তারিখ নির্ধারণের সুযোগ আছে। যদি এক মাস ১০ দিনের মতো সময় ধরে পরীক্ষা নেওয়া হয়, তাহলে ঈদুল আজহার আগেই পরীক্ষা শেষ করা যাবে কি না, সেটাও বিবেচনায় রাখতে হবে।
সব দিক মাথায় রেখে সময়সূচি সাজানো হবে জানিয়ে তিনি বলেন, শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
এদিকে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ৩১ ডিসেম্বর। ফরম পূরণ চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ১১ জানুয়ারি পর্যন্ত। তবে পরীক্ষা কবে শুরু হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বিভি/এসজি




মন্তব্য করুন: