• NEWS PORTAL

  • সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের সংলাপ শুরু

প্রকাশিত: ১৫:৩৬, ২৪ আগস্ট ২০১৭

আপডেট: ১৫:৩৬, ২৪ আগস্ট ২০১৭

ফন্ট সাইজ
রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের সংলাপ শুরু

রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হয়েছে। নিবন্ধিত সবশেষ দল বিএনএফ অংশ নিতে না পারায় বৃহস্পতিবার পূর্বঘোষণা অনুযায়ী প্রথম রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সাথে বৈঠক করে কমিশন। এতে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরে দলটি। বিশেষ করে সিইসির নেতৃত্বে নিবন্ধিত সব রাজনৈতিক দলের প্রধানদের নিয়ে জাতীয় পরিষদ গঠন, নির্বাচনের সময় স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয় কমিশনের অধীনে নেয়া, প্রবাসীদের ভোটের ব্যবস্থা করার প্রস্তাব দেয় দলটি। তবে সেনা মোতায়েন ও 'না' ভোটের বিষয়ে ইসির সিদ্ধান্তকেই মেনে নেবে দলটি। প্রস্তাবগুলো পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানায় নির্বাচন কমিশন।

মন্তব্য করুন: