• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

দেশে ফেরার ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান

প্রকাশিত: ২১:৩০, ১৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২১:৩৩, ১৯ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
দেশে ফেরার ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান

বাংলাদেশে ফিরতে প্রয়োজনীয় ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে এ খবর নিশ্চিত করেছেন তারেক রহমানের মেয়ে জাইমা জারনাজ রহমান। তিনি ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।’ গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রায় ১৮ বছর লন্ডনে অবস্থানের পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ জন্য ১৮ ডিসেম্বর তিনি ট্রাভেল পাসের জন্য দূতাবাসে আবেদন করেছিলেন তিনি।

এদিকে বিগত কয়েক দিনের তুলনায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও বেশি স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক। শুক্রবার বিকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2