বাইরের উসকানীতে শিল্প প্রতিষ্ঠানের ক্ষতি যেনো না হয় সে বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একই সঙ্গে মুনাফার পাশাপাশি শ্রমিক কল্যানের ওপর নজর রাখার জন্য মালিকদের আহবান জানান তিনি।রোববার প্রধানমন্ত্রী কার্যালয়ে নিহত শ্রমিকদের পরিবার ও আহত হয়ে পঙ্গুত্ববরণ করা শ্রমিকদের ক্ষতিপূরনের চেক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে গঠিত কেন্দ্রীয় তহবিল থেকে এ ক্ষতিপূরণ দেয়া হয়। অনুষ্ঠানে, প্রধানমন্ত্রী পোষাক কারখানার নিরাপত্তা-শৃঙ্খলায় শ্রমিকদের সতর্ক থাকার পরামর্শ দেন।
শ্রমিক কল্যাণের দিকে নজর রাখার পাশাপাশি রপ্তানী বৃদ্ধিতে ব্যবসায়ীদের নতুন নতুন বাজার খুজে বের করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। আগামীতে শ্রমিকদের কল্যাণে সরকারের নানা পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্তব্য করুন: