সারাদেশ থেকে কোরবানীর পশু আমদানি হলেও জমেনি রাজধানীর হাটগুলো।
ক্রেতা না থাকায় রাজধানীর সব'চে বড় পশুর হাট গাবতলীতে অলস সময় পার করছে বিক্রেতারা। তবে, দু'এক দিনের মধ্যে ক্রেতা সমাগমের পাশাপাশি বেচাকেনা বাড়বে বলে আশা পাইকার ও বিক্রেতাদের।নাটোর থেকে গাবতলী হাটে ১৬টি গরু তুলেছেন মোতাবেল মিয়া। তবে, তেমন দাম না ওঠায় হতাশ এই পাইকার। হাটে খোলা আকাশের নীচে সামিয়ানা টাঙিয়ে বানানো হয়েছে গরু রাখার জায়গা। আশপাশে থাকছেন পাইকার ও বেপারিরা। বেশ যত্ন-আত্তিতে গরুর পরিচর্যায় কাটছে তাদের সময়। অনেকে চুলা বসিয়ে পাশেই সারছেন রান্না ও খাবার-দাবার।
ক্রেতা সেজে দর্শক হয়ে অনেকেই নিচ্ছেন পশুর দামের খোঁজ-খবর। গরু-ছাগলের পাশাপাশি হাটে তোলা হয়েছে উট-দুম্বাও।
পশুর হাটের নিরাপত্তায় তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। জাল নোট সনাক্তের মেশিনসহ হাট মনিটরিংয়ে রয়েছে ওয়াচ টাওয়ার।
মন্তব্য করুন: