• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

'ধর্মগুরু' রাম রহিমের সাজা ঘোষণা আজ

প্রকাশিত: ০৫:৫০, ২৮ আগস্ট ২০১৭

আপডেট: ০৫:৫০, ২৮ আগস্ট ২০১৭

ফন্ট সাইজ
'ধর্মগুরু' রাম রহিমের সাজা ঘোষণা আজ

ভারতে ধর্ষণে দোষী সাব্যস্ত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের সাজা ঘোষণা আজ। এজন্য হরিয়ানার রোটাক কারাগারেই বসছে বিশেষ সিবিআই আদালত। এ উপলক্ষে রোটকের পাশাপাশি নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার হয়েছে পঞ্চকুলা ও চণ্ডীগড়েও। আজ স্থানীয় সময় দুপুর দু'টায় শাস্তি ঘোষণা করবেন সিবিআই'র বিশেষ আদালতের বিচারক জগদ্বীপ সিং। এ জন্য রোটাক কারাগারের আশপাশে রাখা হয়েছে সাত স্তরের নিরাপত্তা ব্যবস্থা। রাজ্যজুড়ে মোতায়েন হয়েছে বাড়তি নিরাপত্তা বাহিনী। সহিংসতা এড়াতে সিরসা শহরের গুরমিতের ডেরা থেকে সরানো হয়েছে অন্তত ৩০ হাজার ভক্তকে। সেখানে অন্যদের প্রবেশেও চলছে কড়াকড়ি। সংঘাতে উস্কানির অভিযোগে মামলা করা হয়েছে ডেরার দুই যাজকের বিরুদ্ধে। এদিকে, বিশ্বাসের নামে হিংসা ছড়ালে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার গুরমিতকে দোষী সাব্যস্ত করায় নিরাপত্তা বাহিনীর সাথে ভক্তদের সংঘর্ষে ৩৮ জনের মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন: