• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

প্রকাশিত: ০৯:৩৪, ১ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০৯:৩৪, ১ সেপ্টেম্বর ২০১৭

ফন্ট সাইজ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

যাত্রীবাহি বাস ও প্রাইভেটের কারের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। গতকাল বিকাল থেকে সৃষ্টি হওয়া যানজটের কবলে পড়ে নাকাল হচ্ছে ঘর মূখো মানুষ। আর পদ্মায় নাব্য সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে এবং মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটেও যানবাহনের দীর্ঘ লাইন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের চন্দ্রাকে কেন্দ্র করে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। কোনাবাড়ি থেকে কালিয়াকৈর পর্য্ন্ত ১৫ কিলোমিটার এবং কালিয়াকৈর-নবীনগর মহাসড়কের চন্দ্রা থেকে জিরানী পর্য্ন্ত ৮ কিলোমিটার হয়েছে যানজট তৈরি হয়েছে। সফিপুর ও কালিয়াকৈর বাইপাস এলাকাতেও দেখাযাচ্ছে যানজট। ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কের কয়েক জায়াগাও তৈরি হয়েছে দীর্ঘ জট। এদিকে, প্রবল স্রোতের কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি পারাপারে সময় লাগছে অনেক বেশি। ফলে ঘাটে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। নাব্য সংকটে লৌহজং পয়েন্টে আটকা পড়েছে দুইটি ফেরি। অন্যদিকে, মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটেও যানবাহনের উপচে পড়া ভিড়। বাস ও প্রাইভেটকারের লাইন ঘাট এলাকা ছাড়িয়ে মহাসড়কের ৫ থেকে ৬ কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে পরেছে।

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2