টাকার বিনিময়ে কক্সবাজার ও বান্দরবানের পাহাড় কেটে রোহিঙ্গা বসতি বানাচ্ছে কয়েকটি চক্র
টাকার বিনিময়ে কক্সবাজার ও বান্দরবানের পাহাড় কেটে রোহিঙ্গা বসতি বানাচ্ছে কয়েকটি চক্র, তিন লাখ শরণার্থীর জন্য ৭ কোটি ৭০ লাখ ডলার জরুরি সহায়তা চেয়েছে জাতিসংঘ নির্ধারিত ক্যাম্পের বাইরেও কক্সবাজার-বান্দরবানের পাহাড়গুলোতে বসতি গড়ে তুলেছে হাজারো রোহিঙ্গা। তাদের কাছ থেকে টাকা নিয়ে পাহাড় ও গাছগাছালি কেটে ঝুপড়ি ঘর তৈরি করে দিচ্ছে একটি চক্র। এদের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পায় স্থানীয়রা। আর নিজেদের স্বার্থে চুপ থাকে রোহিঙ্গারা। প্রতিনিধি মোর্শেদুর রহমান খোকনকে সাথে নিয়ে এস এম ফয়েজের রিপোর্ট। ক্যামেরায় জামাল খান।
মিয়ানমারে নির্যাতন-সহিংসতা থেকে বেঁচে কোনো রকমে বাংলাদেশে ধেয়ে আসা রোহিঙ্গারা শুরুতেই পড়ে আবাসন সমস্যায়। সরকারিভাবে তৈরি অস্থায়ী ক্যাম্পগুলোতে ঠাঁই হয় না সব রোহিঙ্গার ।এ সুযোগটি নিচ্ছে স্থানীয় প্রভাবশালীরা। রোহিঙ্গাদের কাছ থেকে টাকা নিয়ে ঘর তুলতে কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটার ধুম তুলেছে তারা। দিনরাত চলছে এ বানিজ্য। কাজ থামে না বৃষ্টিতেও।
মন্তব্য করুন: