রোহিঙ্গা নির্যাতন বন্ধ ও সংকট মোকাবেলায় আজ জরুরি বৈঠকে বসতে যাচ্ছে নিরাপত্তা পরিষদ
রোহিঙ্গা নির্যাতন বন্ধ ও সংকট মোকাবেলায় আজ জরুরি বৈঠকে বসতে যাচ্ছে নিরাপত্তা পরিষদ। এদিকে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর নির্যাতন ও সহিংসতায় জাতিসংঘ জোরালো কোন ভূমিকা পালন করছে না বলে অভিযোগ করেছে দু'টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন-হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তরে এক যৌথ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মানবাধিকার সংগঠন দু'টির প্রতিনিধিরা। তাদের অভিযোগ, রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে মিয়ানমার সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে জাতিসংঘ। অবিলম্বে মিয়ানমার সরকারের ওপর কূটনৈতিক চাপ বাড়াতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান তারা। নিরাপত্তা পরিষদের আজকের বৈঠক প্রসঙ্গে জাতিসংঘে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রধান শেরিন তাদ্রোস জানান, শুধু বৈঠকে কাজ হবে না। মিয়ানমার সরকারকে যে কোন মূল্যে সহিংসতা বন্ধের বার্তা দিতে হবে। এসময় মিয়ানমার নেত্রী অং সাং সূচির তীব্র সমালোচনা করেন তারা।
মন্তব্য করুন: