সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠানোর আদেশ

ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পরবর্তী শুনানি আগামী ২৬ মে। আজ (৯ মে) ভোরে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় সিটির সাবেক মেয়র ডা. আইভীকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাসহ একাধিক মামলার মধ্যে একটিতে তাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
নগরীর দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে সকাল পৌনে ছয়টায় দিকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে রাত সাড়ে ১১ টা থেকে সাবেক এই মেয়রের বাড়ির সামনে অবস্থান নেয় পুলিশ। খবর পেয়ে বাড়ির বাইরে অবস্থান নেয় এলাকাবাসী। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভসহ বাড়ির চারপাশ ঘিরে রাখেন তারা।
স্থানীয়রা জানায়, এসময় আশপাশের মসজিদে পুলিশ আসার খবর ছড়িয়ে পড়লে শতশত মানুষ কয়েকটি জায়গায় ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে।
এদিকে, গ্রেপ্তারের সময় সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, পুলিশ গ্রেফতারি পরোয়ানা না দেখিয়ে তাকে ধরে নিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সিটি করপোরেশনের মেয়র পদ বিলুপ্ত করার পর থেকেই বাড়িতে অবস্থান করছিলেন সেলিনা হায়াৎ আইভী।
সাবেক এই মেয়রের গ্রেফতারের বিষয়ে পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে হত্যা ও হত্যার চেষ্টাসহ পাঁচটি মামলায় আসামি করা হয়েছে সেলিনা হায়াৎ আইভীকে।
বিভি/এআই
মন্তব্য করুন: