রোহিঙ্গা ইস্যুতে বিএনপির জাতীয় ঐক্যের ডাক কথার কথা- ওবায়দুল কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে বিএনপির জাতীয় ঐক্যের ডাক কথার কথা। এটা তাদের মনের নয়, মুখের কথা। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসের অনুষ্ঠান উদ্বোধন করে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব জনমত সরকারের পক্ষে। অথচ বিএনপি ঢাকায় বসে ক্যামেরার সামনে লিপ সার্ভিস দিয়ে যাচ্ছে। দাবি করেন, বিএনপির ত্রাণ বিতরণে কোন বাধা দেয়া হচ্ছে না।
তবে, চার-পাঁচ লাখ মানুষের মাঝে ত্রাণ বিতরণে নিয়ম মানতে হবে। মন্ত্রী জানান, রোহিঙ্গাদের ত্রাণ ও পুনর্বাসনে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী। সরকারের সফল কূটনৈতিক প্রচেষ্টায় মিয়ানমার এখন রোহিঙ্গা সঙ্কট সমাধানে চাপে আছে।
মন্তব্য করুন: