• NEWS PORTAL

  • বুধবার, ৩০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এক বছর বয়সী শিশুর কামড়ে বিষাক্ত সাপের মৃত্যু, অতঃপর...

প্রকাশিত: ০০:৩৯, ২৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
এক বছর বয়সী শিশুর কামড়ে বিষাক্ত সাপের মৃত্যু, অতঃপর...

সাপের কামড়ে শিশুর মৃত্যু- এমন খবর শুনেছে অনেকেই। কিন্তু শিশুর কামড়ে সাপের মৃত্যু!-এ খবরে তাজ্জব মানুষ। একটি শিশু কামড়ে মেরে ফেলেছে একটা সাপ। তাও আবার বিষাক্ত কোবরা। 

এ ঘটনা ভারতের বিহার রাজ্যের। বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র।

"ওর মা তখন ঘরের পিছন দিকে কাজ করছিল। চুলা জ্বালানোর কাঠগুলো গুছিয়ে রাখছিল সে। পাশেই খেলছিল গোবিন্দ। তখনই সাপটা বেরিয়ে আসে।

সাপটাকে দেখেই গোবিন্দ সেটাকে ধরে এক কামড় বসিয়ে দেয়। তখনই আমরা সবাই খেয়াল করি যে ওটা একটা গেহুঁওন সাপ," কথাগুলো বিবিসিকে বলছিলেন মতিসারি দেবী।

কোবরা সাপকে স্থানীয় ভাবে গেহুঁওন সাপ বলা হয় বিহারের ওই অঞ্চলে।

মতিসারি দেবীর এক বছর বয়সী নাতি গোবিন্দ গত বৃহস্পতিবার একটা আস্ত কোবরা সাপ কামড়ে মেরে ফেলে এখন খবরের শিরোনামে চলে এসেছে।

বিহারের পশ্চিম চম্পারন জেলার এক ছোট গ্রাম মোহছি বনকাটোয়ার বাসিন্দা গোবিন্দর পরিবার। তার বাবা সুনীল সাহ গ্রামে ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করেন।

মতিসারি দেবী বলছিলেন, "দাঁত দিয়ে সাপটাকে কামড় দেওয়ার পর কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল গোবিন্দ। ওকে আমরা প্রথমে মঞ্ঝোলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়েছিলাম। সেখান থেকে ওকে বেতিয়া হাসপাতালে নিয়ে যাই। এখন বাচ্চা সুস্থ আছে।"

মঞ্ঝোলিয়ার স্থানীয় সাংবাদিক নেয়াজ বলছিলেন, "শিশুটি শনিবার সন্ধ্যাবেলাতেই বাড়িতে ফিরে এসেছে। ওকে নিয়ে সবাই খুব আলোচনা করছে। শ্রাবণ মাসে সাপ বেরানোটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এ রকম ঘটনা আমাদের এলাকায় প্রথম হলো।"

বিভি/টিটি

মন্তব্য করুন: