রোহিঙ্গাদের সহায়তায় আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছে বাংলাদেশে সেনাবাহিনী
মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের সহায়তায় আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছে বাংলাদেশে সেনাবাহিনী। রোহিঙ্গাদের মানবিক সহায়তায় কক্সবাজার জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে সেনাবাহিনী রোহিঙ্গা ক্যাম্পে সার্বক্ষনিক কাজ চালিয়ে যাবে।
স্যানিটেশন ব্যবস্থা থেকে শুরু করে শেড নির্মাণ এবং ত্রান বিতরনে কাজ করবে সেনাবাহিনী। কক্সবাজার জেলা প্রশাসক জানান, আশ্রয়হীন রোহিঙ্গাদের জন্য প্রতিদিন ১২৯ ট্রাক খাদ্যসামগ্রী বিতরন করা হচ্ছে।
এতে প্রতিদিন প্রায় ১লাখ ২০ হাজার রোহিঙ্গা ত্রান সুবিধা পাচ্ছে। এছাড়া প্রতিঘন্টায় ২ হাজার লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। প্রতিদিন বিতরন করা হচ্ছে ৫শ' স্যানিটেশন ল্যাট্রিন।
মন্তব্য করুন: