• NEWS PORTAL

  • শনিবার, ০১ নভেম্বর ২০২৫

ওয়াইফ মানে ইস্তিরি

প্রকাশিত: ০৪:২৯, ২৪ সেপ্টেম্বর ২০১৫

আপডেট: ০৪:২৯, ২৪ সেপ্টেম্বর ২০১৫

ফন্ট সাইজ
ওয়াইফ মানে ইস্তিরি

রচনা: বৃন্দাবন দাস পরিচালনা: সালাহ্‌উদ্দিন লাভলু প্রচার সময়: ঈদের দিন থেকে ৬ষ্ঠ দিন, ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যনৱ প্রতিদিন রাত ১১টা ১০ মিনিটে। অভিনয়ে: ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, সোনিয়া, ওয়াহিদা মল্লিক জলি, আখম হাসান, শিল্পী সরকার অপু, শাহনাজ খুশী প্রমুখ।   সালাহ্‌উদ্দিন লাভলু’র পরিচালনায় ৬ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘ওয়াইফ মানে ইসিৱরি’ বাংলাভিশনে প্রচারিত হবে ঈদের দিন থেকে ৬ষ্ঠ দিন, ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যনৱ প্রতিদিন রাত ১১টা ১০ মিনিটে। নাটকটি লিখেছেন বৃন্দাবন দাস। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, সোনিয়া, ওয়াহিদা মল্লিক জলি, আখম হাসান, শিল্পী সরকার অপু, শাহনাজ খুশী প্রমুখ।   গ্রামের পাগলাটে যুবক-আসল নাম বক্কার আলী হলেও গ্রামের সবাই তাকে বকু পাগল বলেই ডাকে ও চেনে। বকুর বাবা মা মারা গেছে জ্ঞান হওয়ার আগেই। অনেক সম্পত্তি ছিল বকুর বাবার। আর এই সম্পত্তিই তাকে পাগল হিসেবে পরিচিত করার মূল কারণ। ছোটবেলা থেকেই বোকা ধরণের বকুকে পাগল প্রতিপনড়ব করে সম্পত্তি গ্রাস করে রেখেছে বকুর চাচা। বিয়ের বয়স হলেও বিয়ে সাদীর কথা মুখেও আনে না- পাগলের সাথে মেয়ে বিয়ে দেবে কে? কিন' মানুষের সহজাত প্রবৃত্তির কারণে বকুর মধ্যেও প্রেমের আকাঙ্কা আছে- আছে বিয়ে করার সাধ। এ নিয়ে সমবয়সীরা তাকে নানা ভাবে উস্কানী দেয়-বিপদে ফেলে সহজ সরল বকুকে। বিয়ে নিয়ে চাচার সাথে বেশী পীড়াপীড়ি করলে মাঝে মধ্যে তাকে সাথে নিয়ে কনে দেখতে যায়- হাস্যকর নানা ঘটনার জন্ম দেয় বকু। স্বাভাবিক ভাবেই তার সাথে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। আর এটাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে বকুর চাচা। মাথা নষ্ট বলে বকুকে স্কুলেও ভর্তি করা হয়নি। লেখাপড়া না জানা বকুকে কেউ একজন একদিন শিখিয়েছিল ‘ওয়াইফ’ ইংরেজি শব্দের অর্থ হলো “ইসিৱরি”- আর সেটিই সে মুখস' করে রেখেছে। যে কেউ জিজ্ঞেস করলেই অবলীলায় বলে দেয়-“ওয়াইফ মানে ইসিৱরি সেটা আমার চাই”। এ নিয়ে নানা ধরণের ঘটনা অবতারনা হয়। আর এই সব ঘটনার সুযোগ নেয় বকুর চাচা।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2