• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

নরসিংদীর রায়পুরায় ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত 

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৭, ২৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:৪৬, ২৬ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
নরসিংদীর রায়পুরায় ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত 

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক স্টেট ও নরসিংদী জেলা জাতীয়তাবাদী ফোরাম (যুক্তরাষ্ট্র) এর উদ্যোগে সোমবার (২৬ জানুয়ারি) রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নের সাহেব বাজার বালুর মাঠে এই পথসভার আয়োজন করা হয়। 

রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গোলাপ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। সভায় প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান।

রাধানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সেন্টুর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম. এ. কাইয়ুম, রায়পুরার সাবেক পৌর মেয়র আব্দুল কুদ্দুস ও রাধানগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিনসহ জেলা, উপজেলা, বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির প্রধান লক্ষ্য। তারা বলেন, ধানের শীষ প্রতীক জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। পাশাপাশি জনগণকে সকল ভয়-ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: