প্রবাসে প্রথমবার পোস্টাল ব্যালটে ভোট: উচ্ছ্বাস ও সীমাবদ্ধতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো দেশের বাইরে থাকা বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের সুযোগ পেয়েছেন। ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এ নিয়ে দেখা গেছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস।
ব্যালটের খাম হাতে পাওয়ার পর অনেকেই তা যাচাই করছেন, কেউ আবার মোবাইল অ্যাপে লগইন করে ভোট প্রদানের নিয়ম বুঝে নিচ্ছেন। প্রবাসীদের কাছে এটি শুধু একটি ভোট নয়, বরং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্ত হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
এক প্রবাসী ভোটার বলেন, প্রবাসে থেকেও দেশের ভোটে অংশ নিতে পারা আমাদের জন্য আনন্দের। মনে হচ্ছে আমরাও দেশের সিদ্ধান্তের অংশ।
আরেকজন জানান, তারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সঠিক নেতৃত্ব এবং প্রবাসীবান্ধব সরকার চান।
তবে এই উচ্ছ্বাসের অংশ হতে পারেননি কেউ কেউ। কারণ অনেকেই সময়মতো ব্যালট পাননি। কেউ কেউ মোবাইল অ্যাপে লগইন করতে গিয়ে সমস্যায় পড়েছেন। প্রযুক্তিগত প্রস্তুতি ও সমন্বয়ের ঘাটতির অভিযোগও উঠেছে।
প্রবাসীরা বলছেন, উদ্যোগটি প্রশংসনীয় হলেও বাস্তবায়নে আরও আগেভাগে প্রস্তুতি, ট্রায়াল এবং সচেতনতা বাড়ানো প্রয়োজন ছিল। প্রথমবারের এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে পোস্টাল ব্যালট প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে—এমনটাই তাদের প্রত্যাশা।
বিভি/টিটি



মন্তব্য করুন: