‘দুষ্টু পোলাপাইন’ গানে ঝড় তুলছেন সানি লিওন (ভিডিও)
বর্তমান প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ঐশী’র গানে মডেল হয়েছেন বলিউডের আলোচিত নায়িকা সানি লিওন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সম্পূর্ণ গানের ভিডিও ইউটিউবে মুক্তি দেওয়া হয়েছে। ‘দুষ্টু পোলাপাইন’ শিরোনামে গানটি মডেল হয়ে ইউটিউবে ঝড় তুলছেন সানি লিওন।
এর আগে ২২ ডিসেম্বর টিএম রেকর্ডস-এ ঐশী’র কণ্ঠের নতুন গানটির ট্রেলার মুক্তি পায়। গানটি লিখেছেন ও সুর করেছেন তাপস।
গানটি ইউটিউবে মুক্তি দেওয়ার পর একজন লিখেছেন, আইটেম গান হিসেবে অসাধারণ, ঐশী’র গায়কী পুরাই জোস। কোরিওগ্রাফার, সিনেমাটোগ্রাফি, কালার, জাস্ট অসাধারণ। ধন্যবাদ, টিএম রেকর্ড ও তাপস ভাই কে, অসাধারণ কিছু গান উপহার দেওয়ার জন্য। আশাকরি আপনারা ধারাবাহিকভাবে গান করে যাবেন।
আরেজন লিখেছেন, আসলেই জোস আইটেম গান। লিরিক্সগুলো খুব সুন্দর হয়েছে এবং ঐশী আপুর কন্ঠ আরও কাঁপিয়েছে। সংগে প্রিয় সানি ম্যাম।
একজন লিখেছেন, এটা বাংলা গান মনেই হচ্ছে না। গানটা সাউথ ইন্ডিয়ার মতো ফিল দিচ্ছে, সিনেমাটোগ্রাফি বলিউডের মতো লাগছে। এক কথায় অমায়িক!
বিভি/এইচকে/এএন




মন্তব্য করুন: