সড়ক দুর্ঘটনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী
অ্যামাজন প্রাইম ভিডিওর একটি জনপ্রিয় পিরিয়ড কমেডি-ড্রামা সিরিজ ‘দ্য মার্ভেলাস মিসেস মেইসেল’’র অভিনেত্রী ওয়েন অ্যালটন ডেভিস ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। গত ৮ ডিসেম্বর রাতে নিউইয়র্ক সিটির ম্যানহাটনে একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় তার। মৃত্যুকালে ৬০ বছর বয়স হয়েছিল এ তারকার।
বুধবার (১০ ডিসেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। প্রতিবেদনে পুলিশ এবং একজন মুখপাত্রের বরাত বলা হয়েছে, গত ৮ ডিসেম্বর রাতে ম্যানহাটনে একটি গাড়ির ধাক্কায় ওয়েন অ্যালটন-সহ কয়েকজন টেলিভিশন তারকার মৃত্যু হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) পুলিশ জানিয়েছে, রাত ৯টার দিকে মিডটাউন ম্যানহাটনের ওয়েস্ট ৫৩তম স্ট্রিটে পশ্চিমমুখী একটি এসইউভি ব্রডওয়েতে বাম দিকে মোড় নেয়ার আগে একজন পথচারীকে ধাক্কা দেয়। তাকে হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করা হয়। তারকার মুখপাত্র জেমি হ্যারিসও বিষয়টি নিশ্চিত করেছেন।
১৯৬৫ সালের ১৮ অক্টোবর নর্থ ক্যারোলিনা রাজ্যের ডারহামে জন্মগ্রহণ করেন ওয়েন অ্যালটন। আর অভিনয়ে অভিষেকের পর ওয়েলন অ্যালটন ডেভিস নাম ব্যবহার শুরু করেন।
বিশ দশকের শেষ দিকে নিউইয়র্কে আসেন ওয়েন অ্যালটন। অভিনয়ে অভিষেকের আগে স্ট্যান্ড-আপ কমেডিতে ঝোঁক ছিল তার। অভিনেত্রী হিসেবে কাজের সময় জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তার চাকরিও করতেন। কুইন্সের ফরেস্ট হিলসে থাকতেন এ তারকা।
২০২৩ সালে কমেডি সিরিজ ‘দ্য মার্ভেলাস মিসেস মেইসেল’র একটি পর্বে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেন ওয়েন অ্যালটন। এর আগে ২০১৯ সালে ‘ব্লাইন্ডস্পট’ নামের একটি সিরিজে একজন ড্রাইভারের চরিত্রে কাজ করেছেন। একই বছর ‘নিউ আমস্টারডম’ এবং ২০১৪ সালে ‘দ্য নরমাল হার্ট’-এ দেখা গেছে তাকে।
এ ছাড়া ২০২২ সালে ‘গার্লস৫ইভা’তে একজন কাঠমিস্ত্রির চরিত্রে এবং ২০০৯ সালে ‘রেসকিউ মি’র দুটি পর্বে দেখা গেছে তাকে। পাশাপাশি বিভিন্ন সময় নানা চরিত্রে অভিনয় করেছেন ওয়েন অ্যালটন।
বিভি/টিটি




মন্তব্য করুন: