গাজীপুরে করোনা ভ্যাকসিন নেয়ার সংখ্যা ৫০ হাজার ছাড়ালো

গাজীপুরে করোনা ভ্যাকসিন গ্রহণকারীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। গাজীপুর সিভিল সার্জন অফিসের দেয়া সবশেষ তথ্য অনুযায়ী জানা গেছে, জেলায় সর্বমোট ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৫৫০৮৯ জনকে।
এদিকে, সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আগ্রহীদের ভ্যাকসিন গ্রহণ করতে দেখা গেছে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ।
গত ২৪ ঘন্টায় জেলায় ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৫৫৭০জনকে। এদের মধ্যে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ২৫১০ জন, শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ৭৮০জন, কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭৩০জন, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৪০ জন, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫২০জন, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩২০জন এবং রাজেন্দ্রপুর সিএমএইচ এ ২৭০ জনকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে ।
বিভি/এইচডব্লিউ/এনজি
মন্তব্য করুন