• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

বিএনপির এমপিদের পদত্যাগ: শূন্য হওয়া ছয় আসনের উপনির্বাচন কাল

প্রকাশিত: ১৪:০২, ৩১ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
বিএনপির এমপিদের পদত্যাগ: শূন্য হওয়া ছয় আসনের উপনির্বাচন কাল

বিএনপির এমপিদের পদত্যাগে শূন্য হওয়া ছয়টি আসনের উপনির্বাচন কাল। সব প্রস্তুতি নিয়েছে কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। 

বুধবার (১ ফেব্রুয়ারি) ইভিএমে সকাল সাড়ে ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচন নির্বিঘ্ন করতে দেড়গুণ ইভিএম সরবরাহ করা হয়েছে।

আইন-শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। সরকার বিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে জাতীয় সংসদ থেকে ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ ও ৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপি এমপিরা পদত্যাগ করায় এ ছয়টি আসন শূন্য ঘোষণা করা হয়। এ ছয়টি আসনের তিনটিতে প্রার্থী দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। 

এছাড়া জাসদ ইনু ও ওয়ার্কার্স পার্টি—এই দুই শরিক দলের জন্য দুটি ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলীয় কোনো প্রার্থী না দিয়ে তা উন্মুক্ত রাখা হয়েছে। এ আসনে বিএনপির পদত্যাগী এমপি উকিল আব্দুস সাত্তার ফের প্রার্থী হওয়ায় এরই মধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

বিভি/রিসি

মন্তব্য করুন: