• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে: সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১৩:৩৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, মো. সাহাবুদ্দিনকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ নয়, নির্বাচিত করা হয়েছে। তার দায়িত্ব পালনে আইনগত কোনো বাধা নেই। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে এটা অনাকাঙ্ক্ষিত। 

বুধবার (১৫ ফেব্রুয়ারি)  নিজ দফতরে সংবাদিকদের সঙ্গে আলোপকালে তিনি এসব কথা বলেন। 

সিএসই আরও বলেন, ‘দুদক আইনের ৯ ধারায় বলা আছে সাবেক কমিশনাররা প্রজাতন্ত্রের লাভজনক পদে যেতে নিয়োগ লাভে যোগ্য হবেন না। ১৯৯৬ সালে বিচারপতি শাহাবুদ্দিন যখন প্রেসিডেন্ট হোন তখন একটি মামলা হয়। সেই মামলার রায়ে বলা হয়েছিলো রাষ্ট্রপতি পদকে অলাভজনক বলা হয়েছে।

রাষ্ট্রপতির মনোয়নপত্র বাছাইয়ের কাজ নির্বাচনী কর্মকর্তার, প্রধান নির্বাচন কমিশনারের একক দায়িত্ব ছিলো বলেও সিইসি জানান।

বিভি/এইচএস

মন্তব্য করুন: