চট্টগ্রাম ৮ আসনে উপ-নির্বাচন ২৭ এপ্রিল

মোসলেম উদ্দিনের মৃত্যুতে শুন্য হওয়া চট্টগ্রাম ৮ শুন্য আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ এপ্রিল।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে কমিশন বৈঠক শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করেন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ মার্চ। মনোনয়ন বাছাই ২৯ মার্চ।
জাহাঙ্গীর আলম আরও জানান, মনোনয়নপত্র আবেদন প্রত্যাহার ৫ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৬ এপ্রিল। এ ভোটে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ইলেকট্রনিক ভোটিং মেশিনে হবে ভোটগ্রহণ। তবে এ আসনে সিসি ক্যামেরা থাকবে না।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান চট্টগ্রাম- ৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন।
বিভি/রিসি
মন্তব্য করুন: