• NEWS PORTAL

  • শনিবার, ১৮ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বৈঠক শেষে যা জানালেন মার্কিন নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান 

প্রকাশিত: ১২:৪০, ৩০ জুলাই ২০২৩

ফন্ট সাইজ
বৈঠক শেষে যা জানালেন মার্কিন নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান 

বিদেশি পর্যবেক্ষকদের সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। এদিকে, সংবিধানে বিদ্যমান নিয়ম ধরেই একটি শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দলের প্রধান টেরি এল ইসলে।

রবিবার (৩০ জুলাই) সকালে নির্বাচন কমিশন ভবনে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, জাপান ও চীনের নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে বৈঠক করেন নির্বাচন কমিশনাররা। 

বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম বলেছেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এলে ইসির কোনো আপত্তি নেই, বরং ইসি সকল সহযোগিতা দেবে বলে তাদের জানানো হয়েছে। 

ইসি সচিব আরও বলেন,  দুই প্রার্থীর উপর হামলা প্রসঙ্গে প্রতিনিধিরা জানতে চেয়েছেন, তাদের জানানো হয়েছে- এটা ফৌজদারি মামলা, এ নিয়ে ইসি হস্তক্ষেপের সুযোগ নেই। 

বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দলের প্রধান টেরি এল ইসলে সাংবাদিকদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে নেই, তারপরও সংবিধানে বিদ্যমান নিয়ম ধরেই একটি শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করতে আহ্বান জানিয়েছি, যেখানে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে সাংবিধানিকভাবে। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2