বিদেশি পর্যবেক্ষক কে আসলো, কে গেলো; সেটি দেখার বিষয না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিদেশি পর্যবেক্ষক কে আসলো আর কে গেলো, সেটি দেখার বিষয নয়। দেশে একটি সুন্দর, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে কাজ করছে ইলেকশন কমিশন।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়ায় প্রিমিয়াম ওয়াটার পার্ক ‘মানা বে’ উদ্বোধন পরবর্তী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া। তাই নির্বাচনকালীন প্রয়োজন হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিবর্তন হবে। বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারা সরকারের বড় সাফল্য।
অনুষ্ঠানে আরও অংশ নেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক আবুজাফর রিপন ও পুলিশ সুপার আসলাম খান প্রমুখ।
বিভি/টিটি
মন্তব্য করুন: