• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

একদিন আগেই দেশে উদযাপন হচ্ছে মীনা দিবস 

প্রকাশিত: ০৮:১৫, ২৩ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
একদিন আগেই দেশে উদযাপন হচ্ছে মীনা দিবস 

ছবি: সংগৃহীত

এ বছর একদিন আগেই আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশে উদযাপন হচ্ছে মীনা দিবস। যদিও দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ১৯৯৮ সাল থেকে ‘মীনা দিবস’ পালন করা হয় ২৪ সেপ্টেম্বর।

এ বছর ২৪ সেপ্টেম্বর রবিবার হওয়ায় শ্রেণি কার্যক্রম ও দাপ্তরিক কাজ নির্বিঘ্নে পরিচালনার স্বার্থে বাংলাদেশে ২৩ সেপ্টেম্বর শনিবার মীনা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ‘স্মার্ট শিশু, স্মার্ট বাংলাদেশ’ এবং প্রতিপাদ্য স্লোগান ‘স্মার্ট বিদ্যালয় আর স্মার্ট শিক্ষা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দীক্ষা’।

দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

প্রসঙ্গত, মীনা উজ্জ্বল, উচ্ছল, উদ্দীপনা ও উৎসাহের প্রতীক। প্রতিটি শিশুর কাছে মীনা একটি শক্তি সাহস ও প্রেরণার নাম। সে সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতাকে পেছনে ফেলে শিক্ষার আলোর পথে ছুটে চলে। কেননা শিক্ষাই তাকে দেবে কাঙ্ক্ষিত মুক্তি, পূরণ করবে স্বপ্ন।

বিভি/টিটি

মন্তব্য করুন: