• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দেশের অর্থনীতিতে প্রধানমন্ত্রীর বিকল্প নেই: মাশরাফী

প্রকাশিত: ১১:৩১, ২৩ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
দেশের অর্থনীতিতে প্রধানমন্ত্রীর বিকল্প নেই: মাশরাফী

দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা উল্লেখ করে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব চ্যালেঞ্জ কাটিয়ে দেশকে যেভাবে সাবলীল গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন; তাতে দ্বিধাহীন কণ্ঠে বলা যায় বাংলাদেশের অর্থনীতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই।

নড়াইলের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যাংকিং খাতের অবদান ও চ্যালেঞ্জ সমূহ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে নড়াইল শহর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মাশরাফী তার বক্তব্যে দেশের অব্যাহত উন্নয়ন অগ্রযাত্রার ধারা সমুন্নত রাখতে বর্তমান সরকারের প্রতি অতীতের ন্যায় ভবিষ্যতেও ব্যাংকিং সেক্টরের সবার সহযোগিতা কমনা করেন। এসময়ে তিনি বলেন, দেশের অর্থনৈতিক মুক্তি অর্জনের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্বপ্ন পূরণের লক্ষে শেখ হাসিনা কাজ করে চলেছেন। এজন্য সবার সহযোগিতা সমর্থন ছাড়া তার চাওয়া পাওয়ার কিছুই নেই। দেশকে সামনে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই পথচলায় সবাই তার সঙ্গে থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।  

নড়াইল সদর ও লোহাগড়া উপজেলার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের এ আয়োজনে সোনালী ব্যাংক পিএলসি নড়াইল অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার মোনোতোষ সরকার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধানসহ অন্যান্যরা বক্তব্য দেন। 

বিভি/টিটি

মন্তব্য করুন: