• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

ইফতার পার্টি না করে মানুষের পাশে দাঁড়ান: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৯:২৯, ১৩ মার্চ ২০২৪

আপডেট: ২০:০৩, ১৩ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
ইফতার পার্টি না করে মানুষের পাশে দাঁড়ান: প্রধানমন্ত্রী

চলতি রমজানে ইফতার পার্টি না করে সেই টাকা দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৩ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: রোহিঙ্গাদের জন্য স্থানীয় জনগণই এখন সংখ্যালঘু: প্রধানমন্ত্রী

রমজানের প্রস্তুতি হিসেবে মন্ত্রণালয়গুলো কী কী করছে, সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছ থেকে তা শুনেছেন তিনি। এ সময় এবারের রমজানেও ইফতার পার্টি না করার সিদ্ধান্ত জানান প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এ ছাড়া এদিন প্রধানমন্ত্রী আট বিভাগে কৃষিপণ্যের জন্য আধুনিক সংরক্ষণাগার করারও নির্দেশ দিয়েছেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2