• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

ঈদ যাত্রায় বঙ্গবন্ধু সেতু সড়কে এবারো যানজটের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৭, ১ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
ঈদ যাত্রায় বঙ্গবন্ধু সেতু সড়কে এবারো যানজটের আশঙ্কা

ঈদ যাত্রায় বঙ্গবন্ধু সেতু সড়কে এবারো যানজটের আশঙ্কা দেখা দিয়েছে। ছয় বছরেও চার লেনের কাজ শেষ না হওয়ায় বঙ্গবন্ধু সেতু হয়ে চলাচলকারি উত্তর ও দক্ষিণাঞ্চলের যাত্রীদের মাঝে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা ও ক্ষোভ। তবে ঠিকাদরী প্রতিষ্ঠানের দাবি কাজ শেষ না হলেও এবার যানজট হবে না। আর ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। 

বঙ্গবন্ধু সেতু হয়ে প্রতিদিন গড়ে প্রায় ২০ হাজার যানবাহন চলাচল করে। ঈদের আগে ও পরে তা বেড়ে যায় কয়েকগুণ। 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বর থেকে হাটিকুমরুল পর্যন্ত ২০ কিলোমিটার চার লেন মহাসড়কের কাজ প্রায় শেষ। তবে মহাসড়কের সায়দাবাদে আন্ডারপাস এবং ঝাঐল ফ্লাইওভারের কাজে চলছে ধীরগতি। চলাচলের উপযোগী না হওয়ায় এবারও সেতুর সরু সংযোগ সড়কে বিশেষ করে পূর্ব প্রান্তে তীব্র যানজটের শঙ্কা যাত্রী ও পরিবহন চালকদের।

টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত চার লেনে উন্নতিকরণ প্রকল্পের কাজ চলছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বর থেকে হাটিকুমরুল পর্যন্ত ১৯ কিলোমিটারের কাজ শুরু হয় ২০১৯ সালে। কিন্তু সময়মত কাজ শেষ না হলেও আসন্ন ঈদে যানজটের সম্ভবনার কথা উড়িয়ে দিয়েছেন ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা।

পুলিশ বলছে, মহসড়কের যানজট প্রবণ জায়গাগুলো চিহ্নিত করা হয়েছে। যানজট এড়াতে বেশ কিছু পরিকল্পনাও নেয়া হয়েছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে উত্তরাঞ্চলের ১৬ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচটিসহ মোট ২৬ জেলার ১১৬টি রুটের যানবাহন চলাচল করে।

বিভি/রিসি

মন্তব্য করুন: