জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু, একদিন আগেও বানিয়েছিলেন ভিডিও
মার্কিন জনপ্রিয় ইউটিউবার ও ভ্রমণভিত্তিক কনটেন্ট ক্রিয়েটর অ্যাডাম দ্য উ মারা গেছেন। তার প্রকৃত নাম ডেভিড অ্যাডাম উইলিয়ামস। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫১ বছর।
সোমবার (২২ ডিসেম্বর) ফ্লোরিডায় নিজের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম পিপলের প্রতিবেদনে জানানো হয়, ওসসিওলা কাউন্টি শেরিফ দপ্তর ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে অ্যাডামের কোনো সাড়া না পেয়ে এক পরিচিত ব্যক্তি মই ব্যবহার করে তার তৃতীয় তলার অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে ভেতরে উঁকি দেন। তখন তাকে বিছানায় নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত ঘোষণা করে।
প্রাথমিক তদন্তে কোনো ধরনের সহিংসতা বা হত্যাকাণ্ডের আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
অ্যাডামের মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে নেমে এসেছে শোকের ছায়া। তার ঘনিষ্ঠ বন্ধু ও ইউটিউবার জাস্টিন স্কার্ড আবেগঘন বার্তায় লেখেন, ‘আজ আমি ভাষা হারিয়ে ফেলেছি।
পৃথিবী একজন নক্ষত্রকে হারাল। আর আমি হারালাম রক্তের চেয়েও আপন একজন মানুষকে।’
অন্যদিকে বন্ধু ক্রিস ইয়ান জানান, মৃত্যুর মাত্র চার দিন আগেও তারা ভবিষ্যতের কনটেন্ট ও ভ্রমণ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন।
২০০৯ সালে ইউটিউবে যাত্রা শুরু করলেও ২০১২ সাল থেকে নিয়মিতভাবে কনটেন্ট তৈরি শুরু করেন অ্যাডাম। টানা পাঁচ বছর একদিনও বিরতি না দিয়ে প্রতিদিন ভ্লগ আপলোড করার বিরল কৃতিত্ব রয়েছে তার।
যুক্তরাষ্ট্রের সব ৫০টি অঙ্গরাজ্য ঘুরে তিনি থিম পার্ক, পরিত্যক্ত শহর, ভুতুড়ে বাড়ি এবং ছোট শহরের অজানা ইতিহাস তুলে ধরতেন তার ভিডিওতে। বিশেষ করে ডিজনিল্যান্ড ও ডিজনি ওয়ার্ল্ডের ইতিহাস ও অন্দরমহল নিয়ে কাজ করার জন্য তিনি ভক্তদের কাছে পরিচিত ছিলেন ‘ডিজনি বিশেষজ্ঞ’ হিসেবে।
উল্লেখ্য, মৃত্যুর মাত্র এক দিন আগে, ২১ ডিসেম্বর, প্রকাশিত তার শেষ ভিডিওতে দেখা যায়—ফ্লোরিডার বড়দিনের আলোকসজ্জা ও উৎসবের আমেজ তুলে ধরেছেন তিনি। প্রাণবন্ত সেই ভিডিওই এখন ভক্তদের কাছে হয়ে উঠেছে প্রিয় কনটেন্ট ক্রিয়েটরের শেষ স্মৃতি।
বিভি/টিটি




মন্তব্য করুন: