• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

ঈদ কবে, জানালো চাঁদ দেখা কমিটি

প্রকাশিত: ১৯:৩৪, ৯ এপ্রিল ২০২৪

আপডেট: ১৯:৩৮, ৯ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
ঈদ কবে, জানালো চাঁদ দেখা কমিটি

বাংলাদেশের আকাশে আজ মঙ্গলবার (৯ এপ্রিল) শাওয়ালের চাঁদ দেখা না যায়নি। এ কারণে আগামী বৃহস্পতিবার (১১ এপ্রিল) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় (মাগরিবের নামাজের পর) ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক শুরু হয়। মাগরিবের নামাজের পর সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শুরু হওয়া জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতিত্ব করেছেন কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

কঠোর নিরাপত্তার মধ্যে দেশ-বিদেশের হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের বৃহত্তম জামায়াত অনুষ্ঠিত হবে।

এবারের ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে ঢাকার হাইকোর্ট প্রাঙ্গণ সংলগ্ন জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। ঈদগাহ ময়দানে রয়েছে পাঁচ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা।

জাতীয় ঈদগাহ ও জাতীয় মসজিদে পুরুষদের পাশাপাশি নারীদের ঈদের নামাজে অংশ নেওয়ার ব্যবস্থা রয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2