• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

সারাবছর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করবে সরকার: বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১৯:২৬, ১৫ এপ্রিল ২০২৪

আপডেট: ১৯:২৭, ১৫ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
সারাবছর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করবে সরকার: বাণিজ্য প্রতিমন্ত্রী

ছবি: বাণিজ্য প্রতিমন্ত্রী

জনগণকে স্বস্তিতে রাখতে রোজার মতো সারাবছর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সেই লক্ষ্যে তেল-চিনির মতো আমদানি পণ্যের দামে নজরদারি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

ঈদের ছুটির পর সোমবার (১৫ এপ্রিল) প্রথম কার্যদিবসে কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের সময় এই আশ্বাস দেন বাণিজ্য প্রতিমন্ত্রী। তার দাবি, জনগণ স্বস্তিতে ঈদ উদযাপন করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে মানুষকে স্বস্তি দিতে সর্বোচ্চ চেষ্টা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। দিল্লী থেকে পেঁয়াজের আমদানিকে নিজের জন্য বড় অভিজ্ঞতা বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের ঈদ এবং নববর্ষের আনন্দ চোখের জলে ভেসে গেছে বলে বিএনপি নেতাদের মন্তব্যকে রাজনৈতিক বলে উল্লেখ করেন। রোজার মতো বছরের অন্য দিনেও দ্রব্যমূল্য সহনীয় রাখতে কাজ করার আশ্বাস দেন তিনি। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2