• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

স্বাধীনতা সূচকে পিছিয়েছে দেশ, রিপোর্ট প্রত্যাখ্যান সেতুমন্ত্রীর

প্রকাশিত: ১৫:৫২, ১৬ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
স্বাধীনতা সূচকে পিছিয়েছে দেশ, রিপোর্ট প্রত্যাখ্যান সেতুমন্ত্রীর

স্বাধীনতা সূচকে বাংলাদেশ ২৫ ধাপ পিছিয়েছে বলে যে আটলান্টিক রিপোর্ট বেরিয়েছে তা প্রত্যাখান করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বরং আমেরিকার গণতন্ত্র কতো ধাপ পিছিয়েছে তা আগে জানতে চেয়েছেন পিটার হাসের কাছে। 

মঙ্গলবার (১৬ এপ্রিল) ধানমন্ডিতে এক ব্রিফিংয়ে, গাজায় গণহত্যার নায়ক ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এ যুগের হিটলার আখ্যা দেন তিনি। ঐতিহাসিক মুজিব নগর দিবস পালনে দলের প্রস্তুতির কথাও জানান ওবায়দুল কাদের। 

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঈদের পর নগরবাসী স্বস্তিতে কর্মস্থলে ফিরতে পারছে জানিয়ে তিনি বলেন, মহাসড়কেও তেমন যানজট নেই। 

গাজায় গণহত্যা, ইউক্রেন রাশিয়া, সুদানসহ সার্বিক বিশ্ব পরিস্থিতিতে সংকট সামাল দেয়াকে সরকারের জন্য কঠিন চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সার্বিক কর্মকাণ্ডে মনে হচ্ছে বিশ্বে সবচেয়ে শক্তিশালী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2