• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

ইতিহাস সংরক্ষণে বীর মুক্তিযোদ্ধাদের বক্তব্য রেকর্ড করা হচ্ছে: মন্ত্রী

প্রকাশিত: ১৯:০৯, ১৬ এপ্রিল ২০২৪

আপডেট: ১৯:০৯, ১৬ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
ইতিহাস সংরক্ষণে বীর মুক্তিযোদ্ধাদের বক্তব্য রেকর্ড করা হচ্ছে: মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে স্বাধীনতাযুদ্ধে কার, কি ধরণের ভূমিকা ছিল, কে, কোথায়, কোন অবস্থায় যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তা জানতে বীর মুক্তিযোদ্ধাদের বক্তব্য রেকর্ড করা হচ্ছে । 

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলনায়তনে 'বীরের কন্ঠে বীরের গাঁথা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, এ প্রকল্পের আওতায় মুক্তিযোদ্ধাদের ভূমিকার ইতিহাস প্রজন্মের পর প্রজন্মের জন্য সংরক্ষণ করা হবে, যাতে পরবর্তী প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে।

প্রজন্মের পর প্রজন্মকে যাতে বাংলাদেশের স্বাধীনতার সঠিক ইতিহাস ব্যাখ্যা করা যায় এবং গবেষকরা সঠিক তথ্য উপাত্ত নিয়ে গবেষণা কাজ চালাতে পারেন । 

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2