• NEWS PORTAL

  • শনিবার, ০৪ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

`বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহে মূল্য নির্ধারণ করেছে সরকার`

প্রকাশিত: ১৭:৪২, ২১ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
`বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহে মূল্য নির্ধারণ করেছে সরকার`

ছবি: ফাইল ফটো

আসছে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহে মূল্য নির্ধারণ করেছে সরকার। ধান, গম ও চাল কেনা শুরু হবে ৭ মে থেকে। রবিবার (২১ এপ্রিল) মন্ত্রিপরিষদ সভাকক্ষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়।  

সভায় প্রতি কেজি বোরো ধান সংগ্রহে মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ টাকা, সিদ্ধ চাল  ৪৫ টাকা, আতপ চাল ৪৪ টাকা এবং গম ৩৪ টাকা। ২০২৩ সালে ধান-চালের সংগ্রহ মূল্য ছিলো ধান ৩০ টাকা, সিদ্ধ চাল ৪৪ টাকা এবং গম ৩৫ টাকা। ২০২৪ মৌসুমে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচ লাখ টন ধান, ১১ লাখ টন সিদ্ধ চাল, আতপ চাল এক লাখ টন এবং ৫০ হাজার টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এসময় এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, চালের বস্তায় মূল্য উল্লেখ করে এরই মধ্যে বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। ব্যবসায়ীদের আর সময় দেয়া হবেনা, প্রয়োজনে আইন প্রয়োগ করা হবে বলেও জানান খাদ্যমন্ত্রী।

বিভি/এমআর

মন্তব্য করুন: