• NEWS PORTAL

  • শনিবার, ০৪ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে এখনো অসন্তুষ্ট যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০১, ২৩ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে এখনো অসন্তুষ্ট যুক্তরাষ্ট্র

বাংলাদেশে ২০২৩ সালে মানবাধিকার পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। বলা হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে। 

সোমবার (২৩ এপ্রিল) বার্ষিক এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ গুম, নির্যাতন, স্বেচ্ছাচারমূলক আটক–গ্রেপ্তার, বিচার বিভাগের স্বাধীনতায় গুরুতর সমস্যার কথা উঠে এসেছে। রাজনৈতিক বন্দী, মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতায় বাধা, শান্তিপূর্ণ সভা–সমাবেশে হস্তক্ষেপ, রাজনৈতিক কর্মসূচিতে অযৌক্তিক বিধিনিষেধের খবর রয়েছে বলেও জানানো হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ব্যাপকভাবে দায়মুক্তি দেওয়ার ঘটনাও রয়েছে। রিপোর্টে আরো বলা হয়, বেশির ভাগ ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত থাকতে পারেন, এমন কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের শনাক্ত ও শাস্তি দিতে গ্রহণযোগ্য পদক্ষেপ নেয়নি সরকার। 

বিভি/রিসি

মন্তব্য করুন: