• NEWS PORTAL

  • শনিবার, ০৪ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাজধানীর সদরঘাটে লঞ্চে আগুন

প্রকাশিত: ১৪:৩৩, ২৩ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
রাজধানীর সদরঘাটে লঞ্চে আগুন

ছবি: ফায়ার সার্ভিস থেকে সংগৃহিত

রাজধানীর সদরঘাটে নোঙর করা একটি লঞ্চে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে লঞ্চে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১২টা ৫৫মিনিটে সদরঘাটের শ্যামবাজারঘাট এলাকায় দাঁড়িয়ে থাকা এমভি বাঙালি লঞ্চের তিনতলায় আগুন লাগে। দীর্ঘ ৪৫ মিনিটের চেষ্টায় বেলা ১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, দুপুর ১২টা ৫৫মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদরঘাট নদীর ফায়ার স্টেশন এবং পোস্তগোলা ফায়ার স্টেশনের ৪টি ইউনিট রওনা দেয়। ১টা ৫ মিনিটে আগুন নির্বাপনের কাজ শুরু হয়। বেলা ১টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে না পারলেও লঞ্চে যাত্রী না থাকায় এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বিভি/কেএস

মন্তব্য করুন: