• NEWS PORTAL

  • শনিবার, ০৪ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত

প্রকাশিত: ১৪:৩৭, ২৩ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত

সেনাবাহিনীর যৌথ অভিযান অব্যাহত থাকায় বান্দরবানের থানচি, রোমা ও রোয়াংছড়ি এই তিন উপজেলায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচনকে সামনে রেখে ইসির সঙ্গে মঙ্গলবার (২৩ এপ্রিল) আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয় সভায় এ সিদ্ধান্ত হয়। 

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। 

উপজেলা নির্বাচনে জাতীয় নির্বাচনের চেয়ে বেশি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের সিদ্ধান্ত হয়।

এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফার নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। ঢাকায় নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জ উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা। তিন উপজেলায় তিন পদে ৩৭ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

বিভি/রিসি

মন্তব্য করুন: