• NEWS PORTAL

  • সোমবার, ০৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ছয়দিনের রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ডে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২:২৪, ২৪ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
ছয়দিনের রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ডে প্রধানমন্ত্রী

ছবি: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায়ের প্রাক্কালে প্রধানমন্ত্রী

ছয়দিনের রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ডের পথে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৪ এপ্রিল) সকাল দশটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সংসদ উপনেতা মতিয়া চৌধুরী,  আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল, তিন বাহিনীর প্রধান ও উর্ধতন কর্মকর্তারা।

সফরকালে তিনি ইউনাইটেড নেশনস ইকোনোমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক-এসকাপের ৮০ তম অধিবেশনে যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে একটি চুক্তি, তিনটি সমঝোতা স্মারক ও একটি লেটার অব ইন্টেন্ট স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। ২৬ এপ্রিল থাইল্যান্ড গর্ভমেন্ট হাউজে দুই দেশের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

এছাড়াও থাইল্যান্ডের রাজা ও রানীর সঙ্গেও  সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরবেন ২৯ এপ্রিল। 

বিভি/এমআর

মন্তব্য করুন: